স্মৃতিতে কবি মল্লিক
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিক ১২ আগস্ট, ২০১৩, ০৮:১৯:৪৯ রাত
হৃদয়ের গহিনে স্মৃতির পাতায় আজ ভেসে উঠছে অপূর্ব এক ব্যক্তির ছবি।ইসলামী সংগীতকে আধুনিক রূপে উজ্জিবিত করার মাঝে যার রয়েছে অপূরণীয় অবদান।সাহিত্য জগতকে তিনি দিয়েছেন অপূর্ব উপহার।যিনি অর্থ বিত্তের ধার ধারেনি,শুধু ক্লান্তিহিন ভাবে আমৃত্যু নিমগ্ন থেকেছেন সাহিত্য সাধনায়,নিমগ্ন থেকেছেন সাহিত্যের সাগরে নাবিকের দায়িত্ব পালনে।আজ তারই ছবি মনে ভেসে উঠছে যার কলমের ছোয়াই কবিতার স্বাদ হয়ে যেত মধুর চেয়ে মিষ্টি।তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কবি মতিউর রহমান মল্লিক।তিনি আমাদের উপহার দিয়েছেন শত শত কবি,সাহিত্যিক,শিল্পী। আজ তিনি আমাদের মাঝে নেই।২০১০ সালের ১২ই আগষ্ট এই নশ্বর পৃথিবী ছেড়ে পাড়ি জমালেন অদৃশ্য এক দেশে যেখান থেকে ফিরে আসা অসম্ভব।তবু তার কবিতার ছন্দে ছন্দে,প্রত্যেক অক্ষরে অক্ষরে তাকে খুজে পাই,দেখতে পাই সেই মুখ।আল্লার কাছে সত্যনিষ্ট নাবিক কবি মতিউর রহমান মল্লিকের রূহের মাগফেরাত কামনা করছি।আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন